Wednesday, August 26, 2009

২#কীভাবে স্টার্ট মেনুর গতি বাড়াতে হবে

উইন্ডোজ এক্সপি অপারেটিং সিস্টেমের রেজিস্ট্রি এডিটরের মাধ্যমে স্টার্ট মেনুর গতি বাড়ানো সম্ভব। এজন্য Start থেকে
Run চালু করে লিখুন regedit এবং Enter চাপুন। অত পর রেজিস্ট্রি এডিটর খুললে
HKEY_CURRENT_USER\Control Panel\Desktop -এ ক্লিক করুন।
ডান পাশ থেকে Value Name: MenuShowDelay -এ দুই ক্লিক করলে Edit String আসবে।
এখানে Value data 400 -কে(অন্য মানও থাকতে পারে) 0 করে OK করুন।
তারপর বেরিয়ে আসুন।

No comments: