অনেক সময় আমরা আমাদের PC অন্যকে ব্যবহারের জন্য দিয়ে থাকি। কিন্তু যদি সে আপনার Desktop Background অথবা Theme টি পরিবর্তন করে ফেলে তখন খুব Upset লাগে। এর একটি সমাধান রয়েছে :- আপনি ইচ্ছে করলে নিচের Instruction অনুসারে Display Property-র পথ বন্ধ করতে পারেন।
Start Menu থেকে Run ওপেন করে লিখুন regedit অতপর নতুন Window-র বাম পাশ হতে এই লেখাগুলোর উপর যথাক্রমে Double Click করুন।
HKEY_LOCAL_MACHINE>
SOFTWARE>
Microsoft>
Windows>
CurrentVersion>
Policies>
system
এবার Menu হতে Edit-New-Dword Value তে ক্লিক করে একটি নতুন Dword Value তৈরী করুন। এই মানটিকে Rename করুন NoDispcPL এবং ডাবল ক্লিক করুন । ফলে এডিটিং উইন্ডো খুললে Value data র মান 1 করে দিন।
এবার Registry Editor বন্ধ করুন এবং ডিসপ্লে প্রোপারটিতে ডুকার চেষ্টা করে দেখুন তা খুলবে না। আবার Display Property তে ডুকতে চাইলে নতুন তৈরী করা Dword Value টি Delete করে ফেলুন।
Tuesday, September 8, 2009
Wednesday, August 26, 2009
২#কীভাবে স্টার্ট মেনুর গতি বাড়াতে হবে
উইন্ডোজ এক্সপি অপারেটিং সিস্টেমের রেজিস্ট্রি এডিটরের মাধ্যমে স্টার্ট মেনুর গতি বাড়ানো সম্ভব। এজন্য Start থেকে
Run চালু করে লিখুন regedit এবং Enter চাপুন। অত পর রেজিস্ট্রি এডিটর খুললে
HKEY_CURRENT_USER\Control Panel\Desktop -এ ক্লিক করুন।
ডান পাশ থেকে Value Name: MenuShowDelay -এ দুই ক্লিক করলে Edit String আসবে।
এখানে Value data 400 -কে(অন্য মানও থাকতে পারে) 0 করে OK করুন।
তারপর বেরিয়ে আসুন।
Run চালু করে লিখুন regedit এবং Enter চাপুন। অত পর রেজিস্ট্রি এডিটর খুললে
HKEY_CURRENT_USER\Control Panel\Desktop -এ ক্লিক করুন।
ডান পাশ থেকে Value Name: MenuShowDelay -এ দুই ক্লিক করলে Edit String আসবে।
এখানে Value data 400 -কে(অন্য মানও থাকতে পারে) 0 করে OK করুন।
তারপর বেরিয়ে আসুন।
Thursday, May 21, 2009
ফটোশপে অগ্নি গোলক তৈরী করা
- একটি ৬০০*৬০০ পিক্সেলের কালো ব্যাকগ্রাউন্ডযুক্ত নতুন ডকুমেন্ট তৈরী করতে হবে।
- টুলবক্সের
ইলিপটিক্যাল মারকিউ টুলটি সিলেক্ট করুন এবং একটি গোল সিলেক্শন তৈরী করে সিলেক্শনটুকু সাদা রং দ্বারা পূর্ণ করুন। - সার্কেলটি সিলেক্ট থাকা অবস্থাতেই Select>Modify>Contract... নিদের্শ দিন।
পর্দায় আসবেঃ-
- Contract By: এর পাশের টেক্সট বক্সে ২০ পিক্সেল নির্ধারণ করে Ok করুন।
- এখন সার্কেলের মাঝের অংশটি মুছে দেবার জন্য Delete বাটনে প্রেস করুন।
- কিবোর্ডে Ctrl+D প্রেস করে সিলেক্শনটি ডিসিলেক্ট করুন।
- Filter>Stylize>Wind নির্দেশ সিন।পর্দায় Wind ডায়ালগ বক্স আসবে।
- এক্ষেত্রে Method=Blast এবং Direction=From the Left সিলেক্ট করে Ok করুন।
- Image>Rotate Canvas>90 CCW সিলেক্ট করে Ok করুন।চিত্রটি দেখাবে নিচের ন্যায়ঃ-
- টুল বক্সের Smudge tool সিলেক্ট করুন।এবার অপশন্স বার হতে Strenth=55 এবং Brush size=20 pixel সিলেক্ট করুন।
- ব্রাশের সাহায্যে ড্র্যাগ করে চিত্রের মতো Smudge করুন।
- Shift+Ctrl+N কী-ত্রয় একত্রে চেপে নতুন লেয়ার তৈরী করুন।
- Layer>New Adjustment Layer>Hue/Saturation নির্দেশ দিন।ডায়ালগ বক্স আসবে।
- Hue=30, Saturation=75, Lightness: -50 নির্ধারণ করে Ok করুন।
Subscribe to:
Comments (Atom)
