Tuesday, September 8, 2009

৩#Display Property-তে ডোকার পথ বন্ধ করার পদ্ধতি

অনেক সময় আমরা আমাদের PC অন্যকে ব্যবহারের জন্য দিয়ে থাকি। কিন্তু যদি সে আপনার Desktop Background অথবা Theme টি পরিবর্তন করে ফেলে তখন খুব Upset লাগে। এর একটি সমাধান রয়েছে :- আপনি ইচ্ছে করলে নিচের Instruction অনুসারে Display Property-র পথ বন্ধ করতে পারেন।

Start Menu থেকে Run ওপেন করে লিখুন regedit অতপর নতুন Window-র বাম পাশ হতে এই লেখাগুলোর উপর যথাক্রমে Double Click করুন।
HKEY_LOCAL_MACHINE>
SOFTWARE>
Microsoft>
Windows>
CurrentVersion>
Policies>
system

এবার Menu হতে Edit-New-Dword Value তে ক্লিক করে একটি নতুন Dword Value তৈরী করুন। এই মানটিকে Rename করুন NoDispcPL এবং ডাবল ক্লিক করুন । ফলে এডিটিং উইন্ডো খুললে Value data র মান 1 করে দিন।
এবার Registry Editor বন্ধ করুন এবং ডিসপ্লে প্রোপারটিতে ডুকার চেষ্টা করে দেখুন তা খুলবে না। আবার Display Property তে ডুকতে চাইলে নতুন তৈরী করা Dword Value টি Delete করে ফেলুন।