- একটি ৬০০*৬০০ পিক্সেলের কালো ব্যাকগ্রাউন্ডযুক্ত নতুন ডকুমেন্ট তৈরী করতে হবে।
- টুলবক্সের
ইলিপটিক্যাল মারকিউ টুলটি সিলেক্ট করুন এবং একটি গোল সিলেক্শন তৈরী করে সিলেক্শনটুকু সাদা রং দ্বারা পূর্ণ করুন। - সার্কেলটি সিলেক্ট থাকা অবস্থাতেই Select>Modify>Contract... নিদের্শ দিন।
পর্দায় আসবেঃ-
- Contract By: এর পাশের টেক্সট বক্সে ২০ পিক্সেল নির্ধারণ করে Ok করুন।
- এখন সার্কেলের মাঝের অংশটি মুছে দেবার জন্য Delete বাটনে প্রেস করুন।
- কিবোর্ডে Ctrl+D প্রেস করে সিলেক্শনটি ডিসিলেক্ট করুন।
- Filter>Stylize>Wind নির্দেশ সিন।পর্দায় Wind ডায়ালগ বক্স আসবে।
- এক্ষেত্রে Method=Blast এবং Direction=From the Left সিলেক্ট করে Ok করুন।
- Image>Rotate Canvas>90 CCW সিলেক্ট করে Ok করুন।চিত্রটি দেখাবে নিচের ন্যায়ঃ-
- টুল বক্সের Smudge tool সিলেক্ট করুন।এবার অপশন্স বার হতে Strenth=55 এবং Brush size=20 pixel সিলেক্ট করুন।
- ব্রাশের সাহায্যে ড্র্যাগ করে চিত্রের মতো Smudge করুন।
- Shift+Ctrl+N কী-ত্রয় একত্রে চেপে নতুন লেয়ার তৈরী করুন।
- Layer>New Adjustment Layer>Hue/Saturation নির্দেশ দিন।ডায়ালগ বক্স আসবে।
- Hue=30, Saturation=75, Lightness: -50 নির্ধারণ করে Ok করুন।
